• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজনৈতিক পরিস্থিতি সাকিবের খেলায় প্রভাব ফেলবে কিনা জানালেন শান্ত

প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ৫:৪৪

রাজনৈতিক পরিস্থিতি সাকিবের খেলায় প্রভাব ফেলবে কিনা জানালেন শান্ত

অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন শেষদিকে পরিণত হয় সরকার পতনের এক দফায়। যেখানে তাদের সাফল্য কাল হয়েছে অনেকের জন্য। বিশেষ করে ক্রীড়াঙ্গনের যারা সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন। অনেকটা তোপের মুখে তাদের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় দেশে না এসে সাকিব আল হাসান সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানে। সেখানে আগামীকাল থেকে দু’দল দুই টেস্টের সিরিজে মুখোমুখি হবে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান

এর আগে যুক্তরাষ্ট্র থেকে সাকিবের বাংলাদেশে এসে সতীর্থদের সঙ্গে অনুশীলন করার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তার আর দেশে ফেরা হয়নি। সিরিজ শেষেও ফেরার সম্ভাবনা কম। এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দেশের অস্থিরতা দেখেও নীরব থাকায় এই টাইগার অলরাউন্ডারকে দর্শকদের তোপের মুখে পড়তে হয়। রাজনৈতিকভাবে এমন ব্যাকফুটে পরিস্থিতি সাকিবের খেলায় প্রভাব ফেলবে কি না, সেই প্রশ্ন করা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে।

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক রেকর্ড

আগামীকাল (বুধবার) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। তার আগে আজ সংবাদ সম্মেলনে সাকিবের খেলায় রাজনীতির প্রভাব প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘না, আমার তেমন মনে হয় না। রাজনীতির কারণে সাকিবের পারফরম্যান্সে প্রভাব পড়বে না। কারণ তিনি পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি।’

দেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন এই টাইগার অধিনায়ক, ‘লাস্ট কয়েকদিন খুবই টাফ টাইম গেছে আমাদের সবারই। দুঃখজনক সবাই খুবই স্ট্রাগল করেছে। যেটা আমরা কেউই আশা করি না। কিন্তু যেটা হয়ে গেছে ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই, সামনের দিকে আগাতে হবে। যে পরিস্থিতিটা ছিল সেটা প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষের জন্য কঠিন ছিল। আশা করছি সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে কাটাতে পারব। প্লেয়ার হিসেবে চাই যে, আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675