ঢাকাFriday , 23 August 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় তিনটি মন্দির ভাংচুর ও লুটপাট, আটক ১

subadmin
August 23, 2024 6:21 pm
Link Copied!

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় তিনটি মন্দির ভাংচুর ও লুটপাট করা হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ৬টার দিকে মন্দির ভাংচুর ও লুটপাট করা হয়। এ সময় স্থানীয়রা টের পেয়ে মন্দির ভাঙ্গা অবস্থায় এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

জানা গেছে, বাঘা পৌরসভার নারায়নপুর সড়কঘাট গ্রামের জমসেদ আলী ভেগলের ছেলে বাপ্পি হোসেন (১৮) শুক্রবার ভোরে লোহার পাইপ নিয়ে পাকুড়িয়ার পালপাড়া, ঘোষপাড়া এবং কলিগ্রামের পুন্ডরীপাড়া মন্দিরের তালা ভেঙ্গে ভাংচুর ও লুটপাট এবং প্রতিমা ভাংচুর করে। কলিগ্রাম পুন্ডরীপাড়া মন্দির ভাংচুর করার সময় স্থানীয়রা টের পেয়ে বাপ্পিকে আটক করে। পরে পুলিশের হাতে সোপর্দ করে।

আটক বাপ্পি হোসেন স্থানীয় এক মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।
এ বিষয়ে কলিগ্রাম পুন্ডরীপাড়া মন্দির কমিটির সভাপতি অরুন সরকার বলেন, শুক্রবার সকাল ৬টার দিকে মন্দির ভাংচুর করা হচ্ছে বলে আমাকে খবর দেওয়া হয়। আমি স্থানীয়দের সাথে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গিয়ে জানতে চায়। তখন সে চুপ হয়ে যায়। এ সময় তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পাকুপান্ডে ও সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক তিনটি মন্দির পরিদর্শন করা হয়েছে। আটক ব্যক্তির শাস্তির দাবি করেছি।

এ বিষয়ে বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, মন্দির ভাংচুরের বিষয়ে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কলিগ্রাম পুন্ডরীপাড়া মন্দির কমিটির সভাপতি বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়া এর সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০