• ঢাকা, বাংলাদেশ
  • ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আগস্টে প্রবাসী আয় দুই বিলিয়ন ছাড়াল

প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১২

আগস্টে প্রবাসী আয় দুই বিলিয়ন ছাড়াল

অনলাইন ডেস্ক: আগস্ট মাসে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি মার্কিন (২ দশমিক ২২ বিলিয়ন) ডলার।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৬ হাজার কোটি টাকা। আগের মাস জুলাই ও আগের বছরের আগস্টের চেয়ে বেশি।

রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য জানায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, আগের মাস জুলাইয়ে প্রবাসীরা আয় এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। আর আগের বছরের আগস্টে প্রবাসী এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এ হিসাবে আগস্ট মাসে সিআই বেড়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুরের ৫ পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন ১৫ জুন

জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সময় প্রবাসী আয় কমে যায়। ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে জুলাই মাসে প্রবাসী আয় পাঠানো কমিয়ে দেয়। এজন্য জুলাই মাসে প্রবাসী আয় আশঙ্কাজনকভাবে কমে যায়।

আরও পড়ুনঃ  নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এর আগে প্রবাসী আয় বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে চলতি বছরের মে মাস থেকে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়া শুরু হয়। জুন মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসে। জুন মাসে প্রবাসী আয় আসে ২৫৩ কোট ৪৬ লাখ মার্কিন ডলার। জুলাই মাসে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের ফলে অন্যতম সর্বোচ্চ প্রবাসী আয় নেমে যায়।

আরও পড়ুনঃ  শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

৫ আগস্ট সরকার পতন হলে প্রবাসী আয় আবার বাড়তে শুরু করে। যা আগস্ট মাস শেষের প্রবাসী আয়ের চিত্রে প্রতিফলিত হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675