সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জেলার রায়গঞ্জহাট পাংগাসি এলাকার আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২২), তারাশ উপজেলার ভাটরা এলাকার মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২) ও তাঁর ভাই তারেক রহমান (৫৫)। আহতের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেনে। তিনি বলেন, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস উপজেলার কুটিরচর এলাকায় পৌঁছালে নলকাগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ছাড়া আহত তিনজনকে স্থানীয়রা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা গেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি।
এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।