• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কামারখন্দে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৫৬

কামারখন্দে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার রায়গঞ্জহাট পাংগাসি এলাকার আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২২), তারাশ উপজেলার ভাটরা এলাকার মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২) ও তাঁর ভাই তারেক রহমান (৫৫)। আহতের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সুলভ মূল্যের খাদ্যসামগ্রী বিক্রয় কেন্দ্র উদ্বোধন

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেনে। তিনি বলেন, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস উপজেলার কুটিরচর এলাকায় পৌঁছালে নলকাগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ছাড়া আহত তিনজনকে স্থানীয়রা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুনঃ  দখল-দূষণে অস্তিত্ব সংকটে ফরিদপুরের কুমার নদ

এদিকে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা গেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস পালিত

এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675