• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্বব্যবস্থা

প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৫:২১

সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্বব্যবস্থা

অনলাইন ডেস্ক : বিশ্বব্যবস্থা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-এর প্রধান রিচার্ড মুর। শনিবার (৭ সেপ্টেম্বর) তারা বলেছেন, বর্তমানে বিশ্বব্যবস্থা এমন হুমকির মুখে, যা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের পর আর দেখা যায়নি। খবর পলিটিকো ও বিবিসির।

আরও পড়ুনঃ  রমজান সহানুভূতি, সহমর্মিতা-উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে

দেশ দুইটির গোয়েন্দাপ্রধান আরও বলেছেন, ইউক্রেনে আগ্রাসী রাশিয়া ও পুতিনের আগ্রাসনের যুদ্ধকে প্রতিহত করতে উভয় দেশ একত্রে কাজ করে যাবে।

ব্রিটিশ সংবাদপত্র দ্য ফিন্যান্সিয়াল টাইমসে বার্নস ও মুর যৌথ নিবন্ধে বলেন, ইউরোপজুড়ে রাশিয়ার নাশকতার বেপরোয়া তৎপরতাকে ব্যাহত করতে ও মধ্যপ্রাচ্যে ইসরায়েল-গাজা যুদ্ধে উত্তেজনা কমানোর জন্য কাজ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  উত্তেজনা-তর্কে পণ্ড ট্রাম্প-জেলেনস্কির বৈঠক, ফিরে গেলেন জেলেনস্কি

প্রথমবারের মতো লেখা যৌথ নিবন্ধে তারা আরও বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তিতে চুক্তি করতে আমরা অবিরাম কাজ করছি।

এই দুই গোয়েন্দাপ্রধান বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে নিঃশেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হবেন না। আমাদের সংস্থাগুলো ইউক্রেনের গোয়েন্দাদের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675