• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কাফনের কাপড় জড়িয়ে অনশনে রামেবির নার্সিং শিক্ষার্থীরা

প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৩০

কাফনের কাপড় জড়িয়ে অনশনে রামেবির নার্সিং শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: সেপ্টেম্বর মাসেই পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশসহ ৭ দফা দাবিতে এবার কাফনের কাপড় গায়ে দিয়ে অনশন কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।

অনশন চলাকালে তিনজন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়লে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আগের দিন নগরের সাহেববাজার জিরোপয়েন্টে প্রতীকী বিষপান কর্মসূচিতে গরমে অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

রামেবি অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং সিরাজগঞ্জ, বগুড়া ও রাজশাহীর বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা গত বুধবার থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। রোববার বেলা ১১টায় রামেবি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তাঁরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে অনশনে বসেন। পরে দুপুর ২টার দিকে রাজশাহী নার্সিং কলেজ ও সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল নার্সিং কলেজের দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  র‍্যাবের জালে আটক প্রেম প্রতারক রিওন

এর আগে দুপুর ১টার দিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোহাম্মদ কবির উদ্দীন শিক্ষার্থীদের কাছে যান। তিনি চলমান আন্দোলনের ১০ সমন্বয়ককে নিয়ে আলোচনায় বসেন এবং বিষয়টি স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে জানান। দপ্তর থেকে টেলিফোনে কবির উদ্দীনকে জানানো হয়, বিষয়টি নিয়ে মিটিং চলছে। ফাইলও মিটিংয়ে রয়েছে। এ সময় কবির উদ্দীন সমন্বয়কদের ফিরে গিয়ে পরে খোঁজ নিতে বলেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সমন্বয়কেরা যাবেন না বলে সাফ জানিয়ে দেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাঁরা সেখানেই ছিলেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক জাবীদ অপুর বাবার ইন্তেকাল

সমন্বয়ক রায়হান আলী বলেন, ‘আমাদের ১১ শিক্ষার্থী হিট স্ট্রোক করে হাসপাতালে মৃত্যুর মুখে রয়েছেন। আমাদের ৩ হাজার নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে। সমাধান না নিয়ে ফিরে যাওয়ার সুযোগ নেই।’

তিনি ঘোষণা দেন, ফয়সালা না দিলে তাঁরাই রামেবির উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক হয়ে কার্যালয়ে বসবেন। নোটিশ দিয়ে পরীক্ষা শুরু ও ফলাফল প্রকাশ করবেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675