• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘ভারতকে বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র চলছে’: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং

প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৪৯

‘ভারতকে বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র চলছে’: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং

অনলাইন ডেস্ক : ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দেশটির বিরোধীদল কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, প্রাচীন রাজনৈতিক এই দল ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দলটি ‘‘ভারতকে বাংলাদেশে পরিণত করার’’ লক্ষ্য নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেন গিরিরাজ সিং।

দেশটির কেন্দ্রীয় এই মন্ত্রী গুজরাটের সুরাটে গণেশ চতুর্থী উদযাপন অনুষ্ঠানে সাম্প্রতিক হামলার ঘটনাকে কথিত ষড়যন্ত্রের সাথে যুক্ত করে বলেছেন, গণেশ পূজায় এই হামলা কংগ্রেসের টুলকিটের অংশ।

আরও পড়ুনঃ  মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!

সুরাটে গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ইট-পাথর নিক্ষেপের ঘটনার বিষয়ে মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ‘‘…হিন্দুরা কি কখনও সুরাটের তাজিয়ায় বা দেশের কোনও এলাকায় পাথর ছুড়েছে? মাত্র দু’দিন আগে বাংলাদেশে গণেশ মূর্তির ওপর কীভাবে হামলা হয়েছে আমরা তা দেখেছি। কংগ্রেসের লোকজন কি ভারতকে বাংলাদেশে পরিণত করতে চায়?’’

তিনি বলেন, ‘‘… কংগ্রেসের এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ভারতকে বাংলাদেশে পরিণত করা এবং সুরাটে গণেশ চতুর্থীর হামলা সেই ষড়যন্ত্রেরই ফল। গণেশ পূজায় এই হামলা কংগ্রেসের টুলকিটের অংশ…।’’

আরও পড়ুনঃ  ফ্রান্স, ইউক্রেনের সঙ্গে বসে শান্তিচুক্তি তৈরি করবে ব্রিটেন, পরে আলোচনা ট্রাম্পের সঙ্গে: স্টার্মার

কী ঘটেছে সুরাটে?
গুজরাটের সুরাট শহরে চলমান গণপতি উৎসবের সময় কিছু মানুষ প্যান্ডেলে পাথর নিক্ষেপ করায় হিন্দুদের দেবতা গণেশের একটি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছে। রোববার গভীর রাতে সুরাটের সাইয়েদপুরা এলাকার এই ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েকজন মুসলিম কিশোরকে আটক করেছে পুলিশ। পরে এই কিশোরদের আটকের প্রতিবাদে লালগেট থানায় জড়ো হয়ে বিক্ষোভ-প্রতিবাদ করেছেন প্রায় ৩০০ মানুষ।

আরও পড়ুনঃ  অস্ত্র সমর্পণের মধ্যেই ফের অশান্ত মণিপুর

সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গাহলাত সাংবাদিকদের বলেছেন, থানার সামনে দুই গ্রুপের সদস্যরা পরষ্পরের দিকে পাল্টাপাল্টি ইট-পাথর নিক্ষেপ করেছেন। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জনতাকে ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে অন্তত ৩২ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675