• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাশিয়ায় ইউক্রেনের ১৪৪ ড্রোন হামলা

প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ৪:২৮

রাশিয়ায় ইউক্রেনের ১৪৪ ড্রোন হামলা

অনলাইন ডেস্ক : রাশিয়ায় লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর ১৪৪টি ড্রোন ভূপাতিত করেছে। এরমধ্যে শুধু মস্কোতেই ভূপাতিত করা হয়েছে ২০টি ড্রোন। খবর বিবিসি ও আল জাজিরার।

বিবিসি বলছে, ইউক্রেনের ড্রোন হামলার কারণে মস্কোতে বিভিন্ন আবাসিক ভবনে আগুন ধরেছে। এতে এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা

মস্কোর গভর্নর আন্দ্রেই ভরোবিয়োভ বলেছেন, মস্কোর রামেনস্কোয়িতে দুইটি বহুতল ভবনের বেশ কয়েকটি ফ্ল্যাটে আগুন ধরেছে।

তিনি আরও বলেন, রামেনস্কোয়িতে হামলায় ৪৬ বছর বয়সী এক নারী ও তিনজন আহত হয়েছে। সেইসঙ্গে ৪৩ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রমজান সহানুভূতি, সহমর্মিতা-উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে

তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দর বন্ধ করা হয়। সেইসঙ্গে ৩০টির বেশি দেশি ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৪০ উইঘুরকে চীনে ফেরত পাঠাল থাইল্যান্ড, আমেরিকা-জাতিসংঘের নিন্দা

অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলছে, রাশিয়ার ছোড়া ৪৬টির মধ্যে ৩৮টি ড্রোন আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। কিয়েভ, ওডেসা, খেরসন, সুমি, খারকিভ এবং পোলতোভাসহ বিভিন্ন এলাকায় এসব ড্রোন ভূপাতিত করা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675