• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে : কাদের

প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৫৩

আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে : কাদের

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, আমাদের লড়াই শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে নয়, আমাদের লড়াই পুরো সিস্টেমের বিরুদ্ধে। আমাদের লড়াই ফ্যাসিস্ট অবকাঠামোর বিরুদ্ধে। সিস্টেমের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ঈদ সামনে রেখে বগুড়াসহ উত্তরাঞ্চলে মাদক ব্যবসায়ীরা সক্রিয়

আব্দুল কাদের বলেন, আমরা দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছিলাম। আমরা শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছিলাম। আমরা বিচার চেয়ে কোথাও বিচার পাইনি। আমাদের নিরাপত্তার বদলে উল্টো আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতন করেছে। হয়রানি করেছে। আজ সেই হাসিনা পালিয়েছে।

তিনি বলেন, আমাদের ছাত্র সমাজ রক্ত দেওয়া শুরু করেছিল বলেই, তরুণরা আশা জাগিয়েছিল বলেই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের সেই আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর ঈদ জামাতে সম্প্রীতির জন্য দোয়া

আব্দুল কাদের বলেন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মূল সমন্বয়কদের বেশিরভাগ কুমিল্লার। তারা হাসিনার বিভিন্ন বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছিলেন। স্বৈরাচার হাসিনার পতনে এই কুমিল্লাবাসীর অবদান আমরা ভুলে যাইনি। আমাদের ডাকে কুমিল্লার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে।

আরও পড়ুনঃ  নাটোরে সেই ডিসি বাংলোতে মাটির নিচে ব্যালট পেপারসহ যা যা মিলল

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, সুমাইয়া আক্তার, হামযা মাহবুব, জিয়া উদ্দিন আয়ান, আলী আহমেদ আরাফ, আবু রায়হান, তাছনিয়া নাওরিন, মহিদুল ইসলাম রিন্তু, ফারিয়া রহমান, খালেদ হাসান এবং নাঈম আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675