• ঢাকা, বাংলাদেশ
  • ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সেই ’সাধু সাজার চেষ্টা’ করা ভাবনাকে নিয়েই সিনেমা বানাবেন নির্মাতা

প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৪৮

সেই ’সাধু সাজার চেষ্টা’ করা ভাবনাকে নিয়েই সিনেমা বানাবেন নির্মাতা

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার সমর্থনে গোপন হোয়াপসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন আশনা হাবিব ভাবনা। শেখ হাসিনার পতনের পর তা ফাঁস হলে তোপের মুখে পড়েন তিনি। যদিও এর আগে শহীদ আবু সাইদের ছবি এঁকে সাধু সাজার চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী।

এমন বিতর্কিত ভূমিকার জন্য বয়কটের মুখে পড়েছেন ভাবনা। এখন তার হাতে আছে ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের একটি সিনেমা। এর পরিচালক হিমু আকরাম এখনই অভিনেত্রীর বিষয়ে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন। কথা বলে জানা গেল, এসব নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তাকে নিয়েই কাজ করতে চান।

বিতর্কিত অভিনয়শিল্পীকে নেয়ায় ছবিটির ওপর নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন হিমু। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি হলে মুক্তির পর নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইমে যাবে। সুতরাং কয়টা হল পাব, তার ওপর আমি নির্ভরশীল না। আমার লক্ষ্য শুধু বাংলাদেশ না। গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শক। যাদের সংখ্যা ৪০ কোটির মতো। এছাড়া যারা নেটফ্লিক্স কিংবা অ্যামাজনের দর্শক হলে গিয়ে সিনেমা দেখেন না। তাই শুধু ভাবনা নন, আরও বিতর্কিত কেউ যদি সিনেমাটিতে থাকলেও সমস্যা হবে না।’

আরও পড়ুনঃ  ‘পুরুষতন্ত্রের শিকার নারীরাই মেয়েদের বাধাগ্রস্ত করেন’

তবে আনুষ্ঠানিকভাবে পরিচালক-অভিনয়শিল্পীদের সংগঠনগুলো যদি ভাবনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে তাকে নিয়ে কাজ করবেন না বলে জানান তিনি। হিমু বলেন, ‘আমাদের দেশে শিল্পীদের বিভিন্ন সংগঠন আছে। ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টর ইক্যুইটি প্রভৃতি। সংগঠনগুলো যদি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় যে, এই শিল্পীদের নিয়ে কাজ করা যাবে না তাহলে মানতে হবে। আমার কিছু করার থাকবে না। তবে একজন ভদ্রলোক হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ওই জায়গা থেকে ভাবনা কেন আরও বিতর্কিত কেউ হলেও কাজ করব।’

আরও পড়ুনঃ  অপু বিশ্বাসের নতুন রূপ

কবে শুরু হচ্ছে ‘আলতাবানু জোছনা দেখেনি’র দৃশ্যধারণ- এমন প্রশ্নের জবাবে হিমু বলেন, ‘সিনেমার শুটিং শুরু করার কথা ছিল ১০ সেপ্টেম্বর থেকে। কিন্তু স্থগিত হয়েছে। কেননা আমাদের কাজ করার কথা ছিল সৈয়দপুর ও সুন্দরবনে। ওই দুটি লোকেশনে এখনও অনুমতি মেলেনি। তাছাড়া মনে হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশে কাজ করতে স্বস্তিকাকে ভারত সরকার অনুমতি দেবে না। যেহেতু পরিস্থিতি উত্তপ্ত। সে কারণে অক্টোবরের শেষের দিকে শুটিংয়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি অনুমতি ও স্বস্তিকার শিডিউল মিলে তাহলে শুরু করব ভাবছি।’

আরও পড়ুনঃ  আমি এখনও আবেদনময়ী : কারিনা

‘আলতাবানু জোছনা দেখেনি’র গল্প এগিয়ে যাবে আলতাবানুকে ঘিরে। চরিত্রটিতে রূপ দেবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার বিপরীতে অভিনয় করবেন শরিফুল রাজ। এছাড়াও রয়েছে জুলেখা ও কিরণ নামের গুরুত্বপূর্ণ দুটি চরিত্র। ভাবনার জুলেখা হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা। তবে কিরণ চরিত্রের জন্য এখনও কাউকে নির্বাচন করেননি বলে জানান নির্মাতা। এতে আরও অভিনয় করবেন মামুনুর রশীদ, এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

সর্বশেষ সংবাদ

মেয়েদের আইপিএলে বৃহস্পতিবার দাপট হরমনপ্রীতদের
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৫:৪১
‘এত সহজে জিততে পারব ভাবিনি’
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৫:৪১
রাস্তার পাশে জিলাপি বিক্রি করছেন ফুটবলার
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৫:৪১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675