• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বগুড়ায় শেখ হাসিনাসহ ১২২ জনের নামে হত্যা মামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৩

বগুড়ায় শেখ হাসিনাসহ ১২২ জনের নামে হত্যা মামলা

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ছাত্র-জনতা আন্দোলনে রিকশাচালক আবদুল মান্নান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২২ জনের নামে হত্যা মামলা করেছেন নিহতের ছেলে রানা হামিদ। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর থানায় মামলাটি করা হয়। মামলায় ১২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২০০-৩০০ জনকে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ২৫ বিদেশি নাগরিক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও পাঁচটি মামলা হয়। এর মধ্যে চারটি হত্যা এবং অন্য একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট দুপুরে শহরের বড়গোলা ট্রাফিক মোড় এলাকায় ছাত্র-জনতার এক দফা আন্দোলনে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবদুল মান্নান। তার বাড়ি সদর উপজেলার বানদিঘি এলাকায়। আসামিরা আবদুল মান্নানকে গুলি করে হত্যা করেন । মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপুসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন।

আরও পড়ুনঃ  হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, আবদুল মান্নান হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ১২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি আরও ২০০-৩০০ জন।

সর্বশেষ সংবাদ

ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
ভাঙ্গা ওরিয়েন্ট ক্লাবের কমিটি গঠন
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675