অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। স্বাগতিকদের ২-০ তে হোয়াইটওয়াশ করে টাইগাররা। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ। সিরিজসেরার সেই টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ হওয়া রিক্সাচালকের পরিবারকে দিয়েছেন তিনি।
সিরিজসেরা পুরস্কার পাওয়ার পর মিরাজ বলেছিলেন, ‘দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হয়েছি। এই মুহূর্ত কখনো ভুলব না। এটা উৎসর্গ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের প্রতি। সেই আন্দোলনে আহত হয়েছিলেন একজন রিকশাওয়ালা। পরে মারা যান তিনি। প্রাইজমানির টাকাটা সেই রিকশাওয়ালার পরিবারকে দিতে চাই আমি।’
সিরিজ শেষে দেশে ফেরার পর বুধবার (১১ সেপ্টেম্বর) নিহত রিক্সাচালকের পরিবারের হাতে তুলে দিয়েছেন মিরাজ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই টাইগার অলরাউন্ডার।
ফেসবুক পোস্টে মিরাজ লেখেন, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিলো। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে।’
তিনি আরও লেখেন, ‘সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম। কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের ‘ম্যান অব দ্যা সিরিজ’ এর পুরষ্কারের অর্থ তুলে দেব তাদের হাতে। অবশেষে পূরণ হলো সে লক্ষ্য। গতকাল এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি তাদের হাতে।’