• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী কলেজ প্রশাসন ভবনে তালা দিল শিক্ষার্থীরা

প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৭

রাজশাহী কলেজ প্রশাসন ভবনে তালা দিল শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ড. আনারুল হক প্রাংকে অবাঞ্ছিত ঘোষণার পর এবার প্রশাসন ভবনে তালা ঝুঁলিয়ে দিয়ে আন্দোলন করলো শিক্ষার্থীরা। দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নকারী অ্যাখ্যা দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই অধ্যক্ষ যেন রাজশাহী কলেজে প্রবেশ করতে না পারে এবং প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করতে না পারে সেজন্য প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করে। পরে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিকেল পর্যন্ত আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  বিপিজেএ রাজশাহী শাখার ২৬ তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন

এদিকে, গত ৯ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষকে বদলি করে রংপুর কারমাইকেল কলেজে পাঠানো হয়েছে এবং তার জায়গায় ড. আনারুল হক প্রাং কে নিয়োগ দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা, দুর্নীতি ও রাজনৈতিক নানা সুবিধা নিয়ে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এ কারণে গত ১০ সেপ্টেম্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  চাঁপাইবাবগঞ্জের শতবর্ষি ওয়াকফ এস্টেটদীর্ঘদিন দখলে রাখার অভিযোগ

শিক্ষার্থীরা জানান, আমরা একটি সূত্রে জেনেছিলাম, যে নবনিযুক্ত অধ্যক্ষ দায়িত্ব গ্রহণ করতে আসবেন। এখবর শোনার পর সকল শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হই। এরপর তারা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। আন্দোলনের একপর্যায়ে সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য এবং কলেজ থেকে দাপ্তরিকভাবে বিদায় নেওয়ার জন্য ক্যাম্পাসেও এসেছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ

প্রধান ফটকে তালা ঝুলানোর বিষয়ে জানতে চাওয়া হলে সোহেল রানা নামের এক শিক্ষার্থী বলেন, আমরা চাই না কোন প্রমাণিত দুর্নীতিবাজ শিক্ষক আমাদের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করুক এবং রাজশাহী কলেজের মতো একটা পবিত্র জায়গা কে কলুষিত করুক। সে যাতে প্রশাসনিক ভবনে প্রবেশ করতে না পারে সেই ব্যাবস্থা করেছি। আমরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়েছি। যতদিন না এর কোন সুরাহা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই তালা ঝুলিয়ে রাখবো।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675