• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যে ইতিহাস গড়লেন রোনালদো

প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১৫

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যে ইতিহাস গড়লেন রোনালদো

অনলাইন ডেস্ক : কিছুদিন আগে বিশ্ব (পেশাদার) ফুটবলের একমাত্র খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের মাইলফলক পূর্ণ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তেমনই আরেকটি ইতিহাস গড়লেন এই পর্তুগিজ সুপারস্টার, বিশ্বের আর কারও নামে এই কীর্তিটি নেই। যদিও নতুন এই রেকর্ডটি খেলার বাইরের, সামাজিক যোগাযোগামাধ্যমে প্রথম কোনো ব্যক্তি হিসেবে তার ১০০ কোটি অনুসারী হয়ে গেছে।

সামাজিক মাধ্যমের সাতটি প্ল্যাটফর্ম মিলিয়ে ১ বিলিয়ন অনুসারী পূর্ণ হওয়ার পরই গতকাল (বৃহস্পতিবার) ভক্তদের খুশির খবরটি জানান সিআরসেভেন। এ জন্য তিনি সব পর্যায়ের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। আল-নাসর তারকার সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে, ৬৩৮ মিলিয়ন। এ ছাড়া ফেসবুকে ১৭০ এবং এক্স (সাবেক টুইটার) একাউন্টে তাকে ১১৩ মিলিয়ন মানুষ অনুসরণ করছে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান

এ তো গেল এক ধারার প্ল্যাটফর্ম। আগস্টের তৃতীয় সপ্তাহে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে চ্যানেল নিয়ে হাজির হন রোনালদো, যদিও তার সেই একাউন্টটি খোলা হয় চলতি বছরের ৮ জুলাই। পরে ২১ আগস্ট ‘ইউআর’ নামে সংক্ষিপ্ত টাইটেলে খোলা চ্যানেলটিকে অনুসরণের ঘোষণা দিতেই ৯০ মিনিটে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। এমন মাইলফলক ইউটিউবের ইতিহাসে সবচেয়ে দ্রুততম বলে উল্লেখ করেছে ফোর্বস। ক্রমাগত বাড়তে থাকা সেই চ্যানেলে এখন রোনালদোর অনুসারী সাড়ে ৬০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

মূলত ইউটিউবে বাড়তে থাকা অনুসারীর কল্যাণেই সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা এক বিলিয়নের মাইলফলক পূর্ণ করেছেন। বিশ্বের প্রথম কোনো ব্যক্তি হিসেবে এই ইতিহাস গড়ার বিষয়টি নিজের ইনস্টাগ্রামের এক পোস্টে জানান দিয়েছেন রোনালদো। সেখানে তিনি লেখেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি— ১ বিলিয়ন ফলোয়ার্স! এটি শুধু কোনো সংখ্যা নয়, তার চেয়েও বেশি কিছু। এটি আমাদের গভীর আবেগ, উদ্যম এবং খেলা ও বাইরের বিষয়ের প্রতি ভালোবাসার স্বীকৃতি।’

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

তিনি আরও লিখেছেন, ‘মাদেইরার (পর্তুগালে রোনালদোর জন্মস্থান) রাস্তা থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে এসে আমি আমার পরিবার, আপনাদের জন্য খেলেছি। যা আমরা একসঙ্গে বর্তমানে ১ বিলিয়নে পরিণত করেছি। প্রতিটি পদে পদে আপনারা আমার সঙ্গে ছিলেন, উত্থান-পতনে সঙ্গী হয়েছেন। এই জার্নিটি সবাই মিলে একসঙ্গে হয়েছে, আমরা দেখিয়েছি যে অর্জনের কোনো সুনির্দিষ্ট পরিসীমা থাকে না। আমার প্রতি এমন বিশ্বাস, সমর্থন ও জীবনের অংশ হয়ে যাওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’

আরও পড়ুনঃ  বাংলাদেশের ম্যাচে নিরাপত্তা ভঙ্গ, একজন গ্রেপ্তার

গত মাসে পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স কাপে খেলতে নেমে প্রথম কোনো ফুটলবার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৯০০তম গোল করেন রোনালদো। তবে এখানেই থামতে চান না ৩৯ বছর বয়সী এই তারকা। তার লক্ষ্য এই সংখ্যাটাকে ১০০০–এ পরিণত করা। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা একসঙ্গে আরও অনেক ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন, ‘আরও সেরা কিছু পাওয়া বাকি, আমরা আরও প্রচেষ্টা অব্যাহত রাখব, জিতব এবং একসঙ্গে ইতিহাস গড়ব।’

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675