• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কক্সবাজারের ইনানীতে অজ্ঞাত ২ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ৫:০৫

কক্সবাজারের ইনানীতে অজ্ঞাত ২ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক থেকে অজ্ঞাত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ছাড়া শহরের সমিতি পাড়া থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় মেলেনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিচ কর্মীর ইনচার্জ মাহবুব।
তিনি জানান, ইনানীর পাটুয়ার টেক বিচের কাছে জোয়ারের পানির সঙ্গে দুইজনের মরদেহ ভেসে আসে। তবে তাদের পরিচয় মেলেনি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে শহরের সমিতি পাড়া থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা কোনো ট্রলারের জেলে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় আতশবাজি কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন, ইনানীতে দুইজনের মরদেহ ভেসে এসেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে সমিতি পাড়া থেকেও একজনের মরদেহ উদ্ধার করা হয়। দুই দিনে মোট চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে অন্তর্বর্তী সরকার : সিরাজগঞ্জে রিজভী

এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজার শহরের লাবণী পয়েন্টের কাছাকাছি বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ২৩ জেলেসহ এফবি রশিদা নামের একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে জামাল নামের এক জেলে নিহত হন। জীবিত অবস্থায় ১৯ জনকে উদ্ধার করে সম্ভব হলেও তিন জেলে নিখোঁজ ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675