• ঢাকা, বাংলাদেশ
  • ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঠাকুরগাঁওয়ে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সমন্বয়কদের সাক্ষাৎ

প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৫৯

ঠাকুরগাঁওয়ে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সমন্বয়কদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা ঠাকুরগাঁও জেলায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের কয়েকজন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ৫ আগস্ট ঠাকুরগাঁও জেলায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে শহরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা দেবেন রায়ের পরলোক গমন

বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, শহীদ ও আহতের তালিকা করা হয়েছে। এই তালিকা সরকারের কাছে জমা দেওয়া হবে। সরকারের কাছে দাবি, যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা ও যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার এসব দাবি বাস্তবায়ন করবেন।

আরও পড়ুনঃ  জাকাতের চেক বিতরণ করল ইসলামিক ফাউন্ডেশন

শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে গত ৫ আগস্ট ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতা যে ঐক্য দেখিয়েছেন আগামী দিনে সেটি বজায় থাকবে।

এ সময় কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে ছিলেন, মো. সজিব হোসেইন, সুবাস, রেদোয়ান, মো. রাকিব মাসুদ। এছাড়া ঠাকুরগাঁও জেলার সমন্বয়করাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ঈদের সকালে সড়কে ঝরল ৫ প্রাণ
সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:৫৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675