• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শ্রীলঙ্কায় রাবেয়াদের জয়ের ধারা অব্যাহত

প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ৬:০৮

শ্রীলঙ্কায় রাবেয়াদের জয়ের ধারা অব্যাহত

অনলাইন ডেস্ক : ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, এমন সুযোগ কাজে লাগাতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরে বদলে গেছে সব। বাংলাদেশের বিশ্বকাপ আগামী ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

তবে ভেন্যু বদলে গেলেও মানসিকতা বদলায়নি টাইগ্রেসদের। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের জন্য বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা সফরে রয়েছেন তারা। ‘এ’ দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  ২০২৫ পিএসএলের সূচি ঘোষণা

গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০৪ রানের বড় জয় পেয়েছে। ম্যাচটিতে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করেন রাবেয়া খানরা। জবাবে মাত্র ৬০ রান তুলতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা ‘এ’ দলের ইনিংস।

আরও পড়ুনঃ  মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছিল ৭ উইকেটে। দুই ম্যাচের একটি ওয়ানডে মাঠে গড়ালে সেখানেও ৭ উইকেটের জয় পেয়েছিল টাইগ্রেসরা। তাতে পরপর তিন ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে দলটি। সামনে আরও তিনটি ২০ ওভারের ম্যাচ রয়েছে। বড় জয়ের ম্যাচে অধিনায়ক রাবেয়া খান একাই তুলে নিয়েছেন ৪ উইকেট।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675