• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মোদির সংসারে নতুন অতিথি

প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১২

মোদির সংসারে নতুন অতিথি

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে লোককল্যাণ মার্গে জন্ম নিয়েছে একটি বাছুর। আর সেই বাছুরের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চুমু খেয়েছেন কপালে, দিয়েছেন আদর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাছুর নিয়ে কাটানো সময়ের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

আরও পড়ুনঃ  অস্ত্র সমর্পণের মধ্যেই ফের অশান্ত মণিপুর

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাছুরকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রীর স্নেহচুম্বনের ছবি এখন ভাইরাল। বাছুরের নাম দেওয়া হয়েছে ‘দীপজ্যোতি’।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গে বাসভবন চত্বরে একটি বাছুরের জন্ম দিয়েছে একটি গরু। এর পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে প্রধানমন্ত্রীকে দীপজ্যোতির সঙ্গে সময় কাটাতে দেখা যায়।

আরও পড়ুনঃ  ভারতে বাংলাদেশিকে গুলি করে হত্যা বিএসএফের

এক্স হ্যান্ডেলের পোস্টে হিন্দিতে মোদি লেখেন, ‘লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন চত্বরে শুভবার্তা নিয়ে এসেছে এক নতুন সদস্য। প্রধানমন্ত্রীর বাসভবনে নতুন এক বাছুরের জন্ম হয়েছে, যার কপালে আলোর চিহ্ন। সেই জন্য, আমি ওর নাম রেখেছি দীপজ্যোতি।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675