• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আসাম-মেঘালয় সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক

প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৬:১৫

আসাম-মেঘালয় সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় দুই রাজ্য আসাম-মেঘালয়ের সীমান্ত এলাকা থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার রাতে আসাম-মেঘালয় সীমান্তের দক্ষিণ মানকাচর জেলার মিরজুমলা রোডে তল্লাশি চালিয়ে ওই পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

সোমবার ভারতের ইংরেজি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনইর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে টেম্পোতে করে মেঘালয় থেকে মানকাচর শহরের দিকে যাওয়ার সময় ওই বাংলাদেশিদের আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন নারী ও দু’জন পুরুষ।

আরও পড়ুনঃ  পশ্চিমা বিশ্বকে বিভক্ত হতে দেওয়া যাবে না : ইতালির প্রধানমন্ত্রী

কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশিদের দলটি মেঘালয়ের ডালু অঞ্চলের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। আটকের পর আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা বর্তমানে ওই বাংলাদেশিদের অবৈধ প্রবেশের বিষয়ে তদন্ত শুরু করেছে। যে এলাকা দিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেছেন, সেখানকার আশপাশের পরিস্থিতি ও তাদের অবৈধ অনুপ্রবেশে বৃহত্তর আন্তঃসীমান্ত নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  অস্ত্র সমর্পণের মধ্যেই ফের অশান্ত মণিপুর

আসাম-মেঘালয় সীমান্তে আটককৃত বাংলাদেশিরা হলেন, আকাশ হুসাইন, শফিকুল মণ্ডল, সাবিনা আফতান, সান্তা বেগম ও পিংকি আখতার। অবৈধ অভিবাসন প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আসাম-মেঘালয় সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মানকাচার পুলিশ।

আরও পড়ুনঃ  পাকিস্তানে বিরোধী জোটের নতুন নির্বাচন দাবি

পাঁচ বাংলাদেশি নাগরিক ছাড়াও তাদের পরিবহনকারী টেম্পো চালককেও আটক করেছে পুলিশ। চালক আখিরুল ইসলাম মানকচর থানার পেসারকান্দি গ্রামের বাসিন্দা।

এদিকে, দক্ষিণ সালমারা মানকাচর জেলার পুলিশ সুপার মানকাচর থানায় পৌঁছে আটককৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675