• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনি জব্দ

প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৭

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনি জব্দ

অনলাইন ডেস্ক : সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনি জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) -১৯। আজ বুধবার সিলেটের সুরমা-বাইপাস সড়ক থেকে চিনিবোঝাই এ ট্রাকটি জব্দ করা হয়।

বিজিবি জানায়, আজ বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি বালু ভর্তি ট্রাক জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবি জৈন্তাপুর বিওপির একটি বিশেষ দলের সিগন্যাল উপেক্ষা করে চলে যাওয়ার সময় সুরমা-বাইপাস সড়কে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে বালুর স্তরের নিচ থেকে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি জব্দ করা হয়। পরে চিনি শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, ‘সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675