• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে ভারত, নৌ-কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান

প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ৬:০০

যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে ভারত, নৌ-কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান

অনলাইন ডেস্ক : যেকোনো ‘নিরাপত্তা চ্যালেঞ্জ’ মোকাবিলায় ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অস্থির বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নৌ বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ আহ্বান জানান তিনি।

ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নিজ দেশের নৌবাহিনীর কমান্ডারদের এক সম্মেলনে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেন, ভারতকে এখন ভারত মহাসাগরে একটি শক্তিশালী নিরাপত্তা অংশীদার হিসেবে দেখা হচ্ছে এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নৌবাহিনী।

আরও পড়ুনঃ  উত্তেজনা-তর্কে পণ্ড ট্রাম্প-জেলেনস্কির বৈঠক, ফিরে গেলেন জেলেনস্কি

এ সময় অত্যাধুনিক জাহাজ ও সাবমেরিন যুক্ত করে ভারতীয় নৌবাহিনীর ‘যুদ্ধের সক্ষমতা’ বাড়ানোর জন্য সরকারের প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন রাজনাথ সিং। সেই সঙ্গে জানান, ভারতীয় শিপইয়ার্ডে বর্তমানে ৬৪টি জাহাজ ও সাবমেরিন নির্মাণাধীন এবং ২৪টি অতিরিক্ত প্ল্যাটফর্মের অর্ডার দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নিউমোনিয়ায় শ্বাসকষ্টে ভুগছেন পোপ ফ্রান্সিস

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইকোনমিক টাইমস বলছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তিতে আত্মতুষ্টির কিছু নেই উল্লেখ করে নিয়মিত নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্য কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনাথ সিং।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675