• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিদ্যুতের লাইনে কাজ করার সময় একজনের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৮

বিদ্যুতের লাইনে কাজ করার সময় একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে হাফিজুর ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গন্ডবিল গ্রামে তাঁর মৃত্যু হয়।

মৃত হাফিজুর ইসলাম ওই একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

আরও পড়ুনঃ  সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি

স্থানীয়রা জানান, হাফিজুর ইসলাম নিজ গ্রামের বাবলু সরদারের বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান। বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাদাত হোসেন বলেন, গন্ডবিল এলাকার বাবলু সরদারের বাড়িতে বৈদ্যুতের লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত এ ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  টেকনাফে অপহরণের শিকার ১ জনকে উদ্ধার নৌবাহিনীর

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম জানান, বিষয়টি শুনেছেন। তবে নিহত ব্যক্তি পল্লী বিদ্যুতের তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান নন। তিনি ভেল্লাবাড়িয়া বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি। সচেতনতার অভাবে এ ঘটনা ঘটেছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675