• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পদক পেলেন ছয় গুণিজন

প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ৪:১৩

পদক পেলেন ছয় গুণিজন

স্টাফ রিপোর্টার: ‘রাজশাহী অ্যাসোসিয়েশন পদক’ পেলেন দেশ বরেণ্য ৬ গুণিজন। রাজশাহী অ্যাসোসিয়েশন মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাঁদের পদক দিয়েছে। অ্যাসোসিয়েশন ভবনের মাস্টার শেফ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সংবর্ধিত গুণিজনেরা হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু, ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর সাব সেক্টর কমাণ্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুহা. বদিউজ্জামান টুনু (বীর প্রতীক), কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রয়াত প্রফেসর ড. মুহাম্মদ কায়েস উদ্দিন, বিশিষ্ট নাট্যজন ও চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রয়াত শর্মিলী আহমেদ, বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীতসাধক উস্তাদ শ্রীমতি মঞ্জুশ্রী রায় এবং বাংলাদেশ জাদুঘরের প্রাক্তন মহাপরিচালক ইতিহাসবিদ শ্রী সমর পাল।

আরও পড়ুনঃ  বাঁশের শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি উদযাপন

অনুষ্ঠানে গুণিজন ও প্রয়াত গুণিজনের স্বজনদের হাতে পদক, সম্মাননা, উত্তরীয় এবং পঞ্চাশ হাজার টাকার ক্রসচেক তুলে দেন মেয়র। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’: ভোগান্তিতে রোগীরা

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রফেসর ওয়াহিদা মল্লিক জলি ও প্রফেসর রহমত আলী। স্বাগত বক্তব্য দেন রাজশাহী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। গুণিজন পরিচিতি তুলে ধরেন সহ-সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক। সম্মাননা পত্র পাঠ করেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার ও রাজশাহী অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আসলাম সরকার।

আরও পড়ুনঃ  পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো লাশটি ব্যবসায়ী বাসারের

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। এছাড়াও বক্তব্য দেন সংবর্ধিত গুণিজন বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপুর মেয়ে ডালিয়া নাসরিন, সংবর্ধিত গুণিজন বীর মুক্তিযোদ্ধা মুহা. বদিউজ্জামান টুনুর কন্যা রিফাত জাহান লিমা, সংবর্ধিত গুণিজন প্রয়াত শর্মিলী আহমেদের কন্যা তনিমা আহমেদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675