• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ৪:১৪

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তৃতীয় লিঙ্গের জনগণ যেন সাংস্কৃতিক অঙ্গনে ভাল অবদান ও দেশে এবং বিদেশে তাদেও প্রবেশাধিকার বৃদ্ধি পায় সে লক্ষ্য নিয়ে এই কর্মসূচী পালন করে তারা। দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে এবং অবয়ব এর সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে এ লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ।

আরও পড়ুনঃ  দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ২০ দোকান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক জোন-২ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আয়েশা খাতুন নাদিও, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী উপপরিচালক শবনম শিরিন, মেট্রোপলিটন থানা যুব উন্নয়ন কর্মকর্তা বোয়ালিয়া রাজশাহীর মোহা: মঈদ আলী রেজা ও স্পেস এর নির্বাহী পরিচালক হাফিজ। দিনের আলো হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলির সঞ্চালনায় উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা হিরা খান, সাধারণ সম্পাদক সাগরিকা খান, কোষাধ্যক্ষ জুলি, মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন, প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান ও ফিনান্স অফিসার মোস্তাক আহমেদসহ তৃতীয় লিঙ্গের অন্যান্য জনগণ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675