• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মোড়ে মোড়ে মাঠা-আখের রস

প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ৫:১৭

মোড়ে মোড়ে মাঠা-আখের রস

স্টাফ রিপোর্টার: রমজানের শুরু থেকে রাজশাহীতে রয়েছে তাবদাহের দাপট। প্রথম রমজানে রাজশাহীর তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গরমে অতিষ্ঠ জনজীবন। তাই এবার ইফতারিতে আখের রস ও মাঠার চাহিদা বেড়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্রি হচ্ছে মাঠা ও আখের রস। আখের রস সহজলভ্য ও হাতের নাগালে পাওয়া যায় বলে রোজাদাররা কিনছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগর ও আশপাশের উপজেলায় তাবদাহ বাড়ায় আখের রস খাচ্ছিলেন মানুষ। এরমধ্যে শুরু হয়েছে রোজা। ফলে রমজানে আখের রস ও মাঠার আরও জনপ্রিয়তা বেড়েছে।

আরও পড়ুনঃ  রাবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে শুক্রবার দুপুর থেকে মানুষকে মাঠা কিনতে দেখা যায়। প্রতি লিটার মাঠা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে মানুষকে মাঠা কিনতে দেখা যায়।

মাঠা বিক্রেতা বিজয় ঘোষ বলেন, ব্যবসায়ীরা বছরের অন্যান্য সময়ের তুলনায় রোজার সময় বেশি মাঠা উৎপাদন করেন। রমজানে এ মাঠার চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোজার শুরুতেই মাঠা বিক্রিতে ব্যাপক সাড়া পেয়েছি।

এদিকে বছরজুড়ে আখের রস বিক্রি হলেও রোজার সময় এর চাহিদা যায়। এটি শুধু বাজারেই নয় পাড়া মহল্লাতেও বিক্রি হয়। কারণ প্রচণ্ড গরমে আখের রসের চাহিদা অনেক বেশি। এটিও অনেক রোজাদারদের জন্য ইফতারিতে অন্যতম প্রয়োজনীয় উপকরণ।

আরও পড়ুনঃ  পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত

রাজশাহী স্টেশন বাজারে আখের রস বিক্রি করছেন আব্দুল মজিদ। তিনি বলেন, সকাল থেকে রসের চাহিদা রয়েছে। প্রতি গ্লাস আখের রস বিক্রি হয় মাত্র ১৫ টাকায়। এক লিটার রস বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

রাজশাহীর নিউ মার্কেট এলাকা থেকে আসের রস কিনছিলেন শহিদুল ইসলাম। তিনি বলেন, রমজানে ইফতারে জুসের ও শরবতের বিকল্প হিসেবে আমরা আসের রস খাই। এবারও কিনেছি। তবে গতবারের চেয়ে এবার দাম একটু বেশি। আগে আখের রস ৫০ টাকা লিটার বিক্রি হতো। এবার ৭০ টাকা লিটার বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ  খিলগাঁওয়ে স-মিলে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান বলেন, রাজশাহীর আকাশ পরিষ্কার আছে। এখনও বৃষ্টি হবার সম্ভাবনা নেই। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। তবে বাতাসে আর্দ্রতার বেশি থাকার কারণে তাপ কিছুটা কম মনে হচ্ছে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675