• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পাওনা টাকা চাওয়ায় মধ্যরাতে প্রথমে দোকানে আগুন ও পরে দোকানিকে কুপিয়ে হত্যা

প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ১০:০৩

পাওনা টাকা চাওয়ায় মধ্যরাতে প্রথমে দোকানে আগুন ও পরে দোকানিকে কুপিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পাওনা টাকা চাওয়ায় মধ্যরাতে প্রথমে দোকানে আগুন ও পরে দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুদি দোকানদার আব্দুস সালাম ও এ ঘটনায় আটক সাহেব আলী একই গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা কর্মচারীদের

স্থানীয়রা জানায়, সাহেব আলীর ঘরের সঙ্গে লাগোয়া মুদি দোকান চালাতেন আব্দুস সালাম। সেই সূত্রে ওই দোকান থেকে বাকিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতেন সাহেব আলী।

সম্প্রতি বাকিতে নেওয়া সামগ্রীর পাওনা টাকা নিয়ে সাহেব আলীর সঙ্গে সালামের দ্বন্দ্ব হয়। এর জেরে সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই মুদির দোকানে আগুন লাগিয়ে দেন সাহেব। বিষয়টি টের পেয়ে সালাম দোকানের বাইরে এলে পেছন থেকে তার ঘাড়ে হাসুয়া দিয়ে কোপ দেন সাহেব। এতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা সাহেবকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুনঃ  ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম গ্রেফতার

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সাহেব আলীকে আটক করা হয়েছে। সালামের মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675