• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে চালকলের এক মাসের বিদ্যুৎ বিল দেড় কোটি টাকা!

প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ৬:৪৫

নাটোরে চালকলের এক মাসের বিদ্যুৎ বিল দেড় কোটি টাকা!

নাটোর প্রতিনিধি: নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের একটি চালকলের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা। বিলের একটি কপি ঢাকা পোস্টের কাছে এসেছে। যা নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জের আব্দুর রহিমের ছেলে মো. জালাল উদ্দিন আলোচিত এই চালকলটির মালিক।

জানা গেছে, চালকল হিসেবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ থেকে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করলেও বর্তমানে এখানে ধান-চাল মাড়াই করা হয় না। দেশের বৃহত্তম প্রধান ওষুধি গ্রাম লক্ষ্মীপুর খোলাবাড়িয়ার ভেষজ চাষীদের উৎপাদিত ভেষজ পণ্য প্রক্রিয়াজাতকরণ (গুড়া) করার কাজে এই চালকলটি ব্যবহার করা হয়।

আরও পড়ুনঃ  স্ত্রীসহ নিক্সন চৌধুরী ও খাইরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চালকলের মালিক মো. জালাল উদ্দিন বলেন, গত এক বছরের হিসাব মতে গড়ে প্রতিমাসে এই মিলে বিদ্যুৎ বিল আসে ১৫ হাজার টাকা। বিভিন্ন ব্যস্ততায় আমি বেশকিছু দিন প্রতিষ্ঠানে আসতে পারেননি। সোমবার (৩০ সেপ্টেম্বর) মিলে এসে বিদ্যুৎ বিলের কাগজ দেখে আমার মাথা নষ্ট হওয়ার উপক্রম হয়। বিলে গত ২৪ সেপ্টেম্বরের মধ্যে ১ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা বিল পরিশোধ করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  দখল-দূষণে অস্তিত্ব সংকটে ফরিদপুরের কুমার নদ

এরপর সঙ্গে সঙ্গে বিলের কাগজ হাতে নাটোর শহরের ফুলবাগানে অবস্থিত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সদর দপ্তরে যাই।

তিনি বলেন, এ সময় বিলিং সহকারীদের কাছে অভিযোগ জানালে তারা সমস্যার কোনো সমাধান না করে উলটো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।

নাটোর পল্লী বিদ্যুতের একাধিক গ্রাহকের অভিযোগ, মাঝে মধ্যেই এমন ভুতুড়ে বিলের কারণে তাদের বিপদে পরতে হয়। এসব বিষয় সমাধান করতে হলে অনেক দৌড়ঝাঁপ করতে হয়। বিষয়গুলো অতি গুরুত্বসহকারে দেখার জন্য আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) মোহাম্মাদ আবু নাসের বলেন, এটা বড় ধরনের একটি ভুল। বিলটি সংশোধন করে অতিসত্বর গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে। যারা এমন ভুল কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675