• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ৭:৩৯

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামকে গালিগালাজ ও বিএনপি কর্মীকে মারধরের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তাদের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ  বৈষম্যহীনভাবে সামর্থ্য অনুসারে কর নির্ধারণ করতে হবে-এনবিআর চেয়ারম্যান

আটককৃত দুইজন হলেন, নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন তারিফ ও উপজেলা যুবলীগের সভাপতি ফারুক আহম্মেদ।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক এমপি আমিনুল ইসলামকে গালিগালাজের ঘটনার প্রেক্ষিতে এবং বিএনপি কর্মীকে মারধরের ঘটনায় ১৬ জনকে আসামি করে নাচোল থানায় এজাহার দায়ের করেন মো. ঈসা। এই মামলায় মঙ্গলবার দিবাগত রাতে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

এজাহার থেকে জানা যায়, নাচোল থানার হাজার দিঘী মোড়ে চা খাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা আমিনুল হাজীর বিরুদ্ধে বাজে কথা বলেন আসামিরা। এই সময় ঈসা এই বিষয়ে প্রতিবাদ করলে তারা গলা চেপে ধরেন এবং ঈসার ভাইকেও এলোপাতাড়িভাবে মারধর করেন। পরে এ ঘটনায় নাচোল থানা কর্তৃক ১৪৩/৩২৩/৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা রুজু করা হয়।

আরও পড়ুনঃ  স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন

ওসি মুনিরুল ইসলাম বলেন, বিএনপির কর্মীকে মারধরের ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজকে (বুধবার) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675