ঢাকাThursday , 3 October 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

সার্চ কমিটি নিয়ে আবারও প্রশ্ন

subadmin
October 3, 2024 9:29 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির দিকে নজর ছিল সবার। পাঁচ সদস্যের সার্চ কমিটি প্রকাশের পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষত কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানাকে নিয়ে প্রশ্ন ছিল অনেকের।

কমিটি এক মাস অতিবাহিত হওয়ার পর আরেক সদস্য সাবেক হকি খেলোয়াড় অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন খোদ হকি খেলোয়াড়রাই। আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে সার্চ কমিটি থেকে ইমরোজের অপসারণ চেয়ে মানববন্ধনের পর ক্রীড়া উপদেষ্টা বরাবর চিঠিও দিয়েছেন কয়েকজন সাবেক হকি খেলোয়াড় ও সংগঠক।

সার্চ কমিটি গঠন হয়েছে এক মাসের বেশি। এতদিন পর আকস্মিকভাবে সার্চ কমিটির সদস্য ইমরোজকে কাঠগড়ায় দাঁড় করানোর কারণ সম্পর্কে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পী বলেন, ‘আমরা সার্চ কমিটির কর্মকাণ্ড এক মাস পর্যবেক্ষণ করেছি। সম্প্রতি সার্চ কমিটি হকি সংক্রান্ত সভায় কয়েকজনকে ডেকেছেন যা আমাদের কাছে পক্ষপাতমূলক মনে হয়েছে। এজন্য আমরা অভিযোগ করছি।’

সার্চ কমিটি থেকে ইমরোজের অপসারণ চেয়ে মানববন্ধনের পর ক্রীড়া উপদেষ্টা বরাবর চিঠিও দিয়েছেন কয়েকজন সাবেক হকি খেলোয়াড় ও সংগঠক।
সার্চ কমিটি পাঁচ সদস্য বিশিষ্ট। ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয় এক সদস্যের কর্মকাণ্ডে বিব্রত হয়ে পরিবর্তন করেছে। আহ্বায়ক নিয়ে প্রশ্ন উঠার পর এখন এক সদস্য নিয়ে অভিযোগ উঠল।

সার্চ কমিটির সভায় এসেছিলেন সাবেক হকি তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল ও মামুনুর রশীদ। সভায় তাদেরকে আমন্ত্রণ জানানোতেই মূলত ক্ষোভ অন্য কয়েকজন সাবেকদের। উপদেষ্টা বরাববর দেয়া স্মারকলিপিতে হকির চিরাচরিত ক্লাব রাজনীতিও ইঙ্গিত করেছে।

স্মারকলিপিতে উল্লেখ রয়েছে ,‌ ‘মোহামেডান ও অন্য ক্লাবের কোনো কর্মকর্তাকে সেই সভায় ডাকা হয়নি।’ উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম নারী টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে দুবাই রয়েছেন। তাই সাবেক হকি খেলোয়াড় ও সংগঠকরা জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া শামসুল আলমের কাছে স্মারকলিপি দিয়েছেন। আগামী সপ্তাহের রবি-সোমবার উপদেষ্টা-সচিবের সঙ্গে তারা সাক্ষাৎ করে ইমরোজ আহমেদের ওপর অভিযোগের যৌক্তিকতা তুলে ধরবেন।

পাঁচ সদস্যের সার্চ কমিটিতে ফুটবল, ক্রিকেটের অনেক বরেণ্য ব্যক্তিত্ব না থাকলেও সাবেক হকি খেলোয়াড় ইমরোজ রয়েছেন। এ নিয়ে বর্তমান হকি দলের অনেকে সন্তোষ প্রকাশ করলেও এক মাস পর সাবেক কয়েকজন নাখোশ হয়েছে।

আজ জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধনের ব্যানারে ইমরোজকে আওয়ামী দালাল হিসেবে আখ্যায়িত করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি জমা দিতে আসা শহিদুল্লাহ টিটু, হাজী হুমায়ন, আরিফুল হক প্রিন্স যুবলীগের বহিস্কৃত নেতা মমিনুল হক সাঈদের সঙ্গে একই প্যানেলে ফেডারেশনের কমিটিতে নির্বাচন করেছেন।

সার্চ কমিটি বেশ কয়েকটি ফেডারেশনের অ্যাডহক কমিটির খসড়া দাড় করিয়েছে। ইমরোজ আহমেদ সাবেক হকি খেলোয়াড় হওয়ায় হকির কমিটির বিষয়টি তিনি বিশেষভাবে দেখছেন। সেই কমিটি খানিকটা আঁচ করতে পারায় সাবেক হকি খেলোয়াড়দের একাংশের আজকের মানববন্ধন বলে ধারণা অনেকের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।