• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমাদের শিক্ষাব্যবস্থা অপরিকল্পিত: শিক্ষা উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ৮:০৫

আমাদের শিক্ষাব্যবস্থা অপরিকল্পিত: শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক: দেশের শিক্ষা ব্যবস্থা অপরিকল্পিত মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এ জন্যই দেশে শিক্ষিত বেকার চরম আকার ধারণ করেছে।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওয়াহিদ উদ্দিন বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা অপরিকল্পিত। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে কিন্তু সে তুলনায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। এ কারণে দেশে শিক্ষিত বেকার চরম আকার ধারণ করেছে।

শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ করতে না পারায় নিজেকে অপরাধী বলে মনে হয় জানান শিক্ষা উপদেষ্টা। বলেন, স্কুল-কলেজের অনেক বড় বড় দাবি দাওয়া আমার কাছে এসেছে। আমি তাৎক্ষণিক এগুলোর সমাধান দিতে পারিনি। এ জন্য নিজেকে অপরাধী মনে হয়। নিজেকে ছোট মনে হয়।

আরও পড়ুনঃ  অপারেশন ডেভিল হান্টে ১৩ দিনে আটক ৭৩১০ জন

তিনি আরও বলেন, বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকেরা সবচেয়ে বেশি অবহেলিত ও উপেক্ষিত। স্বল্প আয় দিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকাই শিক্ষকদের জন্য দুঃসাধ্য। এই পরিস্থিতিতে শিক্ষকতা পেশায় তারা মনোযোগ দেবেন কি করে?

বেসরকারি শিক্ষকদের দুর্দশার কথা জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কেন্দ্রীয়ভাবে যোগ্যতা নির্ধারণ করে পদায়নের কারণে শিক্ষকেরা পরিবার ছেড়ে দূর দুরান্তে চাকরি করছে। এতে তারা ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুনঃ  আগামী ডিসেম্বর অথবা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন : প্রেস সচিব

দেশের জন্য সুপরিকল্পিত জাতীয় শিক্ষানীতি থাকা প্রয়োজন বলেও মনে করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বলেন, আমাদের একটি সুপরিকল্পিত জাতীয় শিক্ষানীতি থাকা দরকার। আমাদের সময় সংক্ষিপ্ত, পরবর্তী নির্বাচিত সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি। একই সঙ্গে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষকদের জন্য একটি আচরণবিধি থাকা দরকারও বলে মনে করি।

তিনি আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট ও নতুন দেশ গড়ার বিষয়টি পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কিন্তু সংক্ষিপ্ত সময়ে পাঠ্যপুস্তক পরিমার্জন করার কারণে বর্তমানে তা অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে করা হবে।

আরও পড়ুনঃ  মানুষের স্বার্থ পরিপন্থি কোনো কাজে জড়িত হলে কঠোর ব্যবস্থা : যুবদল

শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ, ইউনেসকো ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুজা ভাইসসহ আরও অনেকে।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675