স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার নাম মো. আকাশ (১৫)। এই কিশোরের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়। শনিবার দিবাগত রাতে সে মারা যায়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১২ নভেম্বর আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত মধ্যরাতে সে মারা গেছে।
পরিচালক আরও জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন। আর এই সময়ের মধ্যে ছাড়পত্র পেয়েছেন তিনজন।