• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাঘায় বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ৬:৪২

বাঘায় বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিএনপির ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে আজ রোববার নাশকতার মামলা করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর উচ্চবিদ্যালয় মাঠ থেকে চারটি ককটেল ও শতাধিক বাঁশের লাঠি জব্দ করার ঘটনায় এ মামলা করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে যুবকের হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত

বাঘা থানার সহকারী পরিদর্শক (এসআই) শাহরিয়ার নাসিম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দোস্তুল হোসেনকে।

এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় মহাসমাবেশ। এ উপলক্ষে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা করা হচ্ছে।’

আরও পড়ুনঃ  বাঘার পদ্মায় ভাসমান নারীর মরদেহ উদ্ধার

বাঘা থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আসামিরা নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে আমাদের ওপর ইট-পাটকেল ও ককটেল মারতে শুরু করেন তাঁরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পাল্টা ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675