• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাঘায় বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ৬:৪২

বাঘায় বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিএনপির ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে আজ রোববার নাশকতার মামলা করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর উচ্চবিদ্যালয় মাঠ থেকে চারটি ককটেল ও শতাধিক বাঁশের লাঠি জব্দ করার ঘটনায় এ মামলা করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পদ্মাপাড়ে মুখে স্কচটেপ লাগানো অজ্ঞাত যুবকের লাশ

বাঘা থানার সহকারী পরিদর্শক (এসআই) শাহরিয়ার নাসিম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দোস্তুল হোসেনকে।

এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় মহাসমাবেশ। এ উপলক্ষে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা করা হচ্ছে।’

আরও পড়ুনঃ  বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

বাঘা থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আসামিরা নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে আমাদের ওপর ইট-পাটকেল ও ককটেল মারতে শুরু করেন তাঁরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পাল্টা ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675