• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল কর্মী হত্যা: সাবেক এমপিসহ ২৭ জনের নামে মামলা

প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ৬:৩৯

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল কর্মী হত্যা: সাবেক এমপিসহ ২৭ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৫ সালে ছাত্রদল কর্মী মতিউর রহমান এমকে গুলি করে হত্যার ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। আজ সোমবার দুপুরে মামলাটি করেন নিহত ছাত্রদল নেতা মতিউর রহমানের বড় ভাই মো. জেম আলী।

আদালতের বিচারক মো. তৌহিদুজ্জামান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মো. কবির হোসেন। তিনি জানান, ২০১৫ সালের ১৪ জানুয়ারি বাজিতপুর গ্রামের মৃত উনসাহাক আলীর ছেলে মতিউর রহমানসহ আরও কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। পরদিন সকালে মোবারকপুর এলাকার খড়কপুর গ্রামের একটি বেগুন খেতে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুনঃ  নাটোরে কলেজ শিক্ষকের দুই হাত ভেঙে দিলেন বিএনপি কর্মীরা

এ ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী ও তাঁর দলীয় লোকজন এবং তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের মেজর কামরুজ্জামানসহ মোট ২৭ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস

মামলার বাদী মো. জেম আলী বলেন, মতিউরের অপরাধ ছিল ছাত্রদল করা। এ কারণেই তখনকার সংসদ সদস্য গোলাম রাব্বানীর ইন্ধনে তাঁর দলীয় ক্যাডার বাহিনী ও গুটি কয়েক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রকাশ্যে দিনদুপুরে তুলে নিয়ে যায়। পরদিন গুলি করে হত্যা করেছে। হত্যার পর লাশ দাফনে সাধারণ মানুষকেও উপস্থিত হতে দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

তিনি বলেন, ‘এর শোক সইতে না পেরে আমার নানা হার্ট অ্যাটাক করে মারা যান। সে সময় ভাই হত্যার বিচার চেয়ে থানা ও আদালতে ঘুরেও মামলা করতে পারিনি। এ সময় পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এখন দেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে। বিচার পাব বলেই আদালতে মামলা করা হলো।’

সর্বশেষ সংবাদ

চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৭:০৩
সন্তানকে দিয়ে টিকটক, ‘ক্রিম আপা’ গ্রেপ্তার
বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৭:০৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675