• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অন্তর্বর্তীকালীন থেকে শ্রীলঙ্কার ফুলটাইম কোচের দায়িত্বে জয়সুরিয়া

প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ৭:২১

অন্তর্বর্তীকালীন থেকে শ্রীলঙ্কার ফুলটাইম কোচের দায়িত্বে জয়সুরিয়া

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কান ক্রিকেটের অবিচ্ছেদ্য এক নাম সনাৎ জয়সুরিয়া। ‘মাতারা হারিকেন’ নামে খ্যাতি পাওয়া এই ব্যাটার ছিলেন লঙ্কান ক্রিকেটের সোনালী প্রজন্মের প্রতিনিধি। ক্রিকেট থেকে অবসরে গেলেও বারবারই ফিরে এসেছেন তিনি। কখনো প্রধান নির্বাচক, কখনো পরামর্শক কিংবা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লঙ্কান ক্রিকেটে দেখা গেছে তাকে। এবার পূর্ণকালীন কোচ হিসেবেই তার ওপর আস্থা রাখছে দেশটির বোর্ড।

সনাৎ জয়সুরিয়াকে প্রায় দুই বছরের জন্য হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এ ছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন খোদ জয়সুরিয়াও।

আরও পড়ুনঃ  সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পাকিস্তানের

চলতি বছরের পহেলা অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৩১ মার্চ ২০২৬ সাল পর্যন্ত হেড কোচের দায়িত্ব সামলাবেন জয়সুরিয়া।

এর আগে ২০১৩ সালে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জয়াসুরিয়া। ২০১৫ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে একই দায়িত্ব ছিল তার কাঁধে। মাঝে ২০১৯ সালে শ্রীলঙ্কায় দুর্নীতির তদন্তে অসহযোগিতার দায়ে দুই বছরের জন্য নিষেধাজ্ঞায় ছিলেন আইসিসি।

আরও পড়ুনঃ  ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন

সম্প্রতি বেশ বাজে সময়ই পার করছিল শ্রীলঙ্কা ক্রিকেট। ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফর্মের জেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হারায় দলটি। আবার রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসি থেকে নিষেধাজ্ঞার কবলেও পড়তে হয়েছিল।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ম্যাচে নিরাপত্তা ভঙ্গ, একজন গ্রেপ্তার

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যর্থতার জেরে কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন ক্রিস সিলভারউড। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েই লঙ্কানদের দারুণ সাফল্য এনে দিয়েছেন জয়সুরিয়া।

ঘরের মাটিতে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় এবং ইংল্যান্ডের মাটিতে স্বাগতিক দলকে টেস্টে দশ বছর পর হারানোর কৃতিত্ব দেখায় শ্রীলঙ্কা। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের রেসেও উঠে এসেছে তারা।

সর্বশেষ সংবাদ

শারজাহ’র ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা চুক্তি ঢাকা চেম্বারের
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675