স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে রাস্তা, ড্রেনসহ বিভিন্ন অবকঠামো উন্নয়ন কাজ চলছে। শনিবার দুপুরে সোনাদিঘির সামনে থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় কাজের মান ও অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। তখন রাজশাহী সিটি করপোরেশনে উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।