• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আরএমপির সভা

প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ১২:৪৭

নগরীতে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আরএমপির সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে মহানগরীর পূজা কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সাড়ে ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে আরএমপি সদর দফতর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় পুলিশ কমিশনার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেন। পূজামণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে তাদের পক্ষ থেকে পরিচয়পত্রসহ সেচ্ছাসেবক দেওয়ার কথা বলেন। শারদীয় দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের নিজেদের অবস্থান থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  বাঁশের শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি উদযাপন

পুলিশ কমিশনার বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রতিমা প্রস্তুতকালীন থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত আরএমপি’র পক্ষ থেকে সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিন নৌ টহলের ব্যবস্থা করা হবে । পূজা মণ্ডপের উৎসবমুখর পরিবেশ যাতে বিনষ্ট না হয় সেজন্য জুয়া, হাউজিং, মাদকের বিরুদ্ধের অবস্থানের কথাও ব্যক্ত করেন। কোনো গুজব যেন উৎসবকে পণ্ড করতে না পারে এ জন্য আরএমপি’র সিটিটিসি বিভাগ সোশ্যাল মিডিয়া মনিটরিং করছে। এছাড়াও মসজিদ থেকে সম্প্রীতির বার্তা পৌঁছানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনকে অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  আঞ্চলিক ভাষা ব্যবহার না করলে তা বিলুপ্ত হবে : বিভাগীয় কমিশনার

তিনি আরও বলেন, পূজা বিসর্জনের দিন রুট নির্ধারণ করা হবে যাতে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন দিতে পারে। থানার অফিসার ইনচার্জগণকে পূজা কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গুজব প্রতিরোধসহ যেকোনো প্রয়োজনে আরএমপি হটলাইন নম্বরে (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে। আসন্ন শারদী দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।

আরও পড়ুনঃ  কোনো দল বা গোষ্ঠীর নয়, পুলিশ সব নাগরিকের : স্বরাষ্ট্র উপদেষ্টা

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে আরএমপি’র মতবিনিময় সভার আয়োজন করে। পূর্ববর্তী সভার অগ্রগতি নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, ডিজিএফআই , র‌্যাব-৫, এনএসআই, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে, সিটি কর্পোরেশন, নেসকো লি:, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ।

এছাড়াও সভায় রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা উদযাপন কমিটির ও পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675