স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর বোয়ালিয়া থানার খড়বোনা নদীর ধার এলাকার এক জুয়ার আসর থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ১২ জন হলেন- মো. কালু (৩৫), মো. শফি (৩৮), মো. শিশির (৩২), মো. স্বপন (৩২), মো. রিপন (৩৭), অলক সরকার (২৮), মো. সোহাগ (২৭), অমর আলী (৩৮), মো. রকি (৩৫), কাওসার আলী (৪৪), মো. জুয়েল (২৮) ও শফিকুল ইসলাম (৪৮)।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জুয়া খেলার সময় এদের হাতেনাতে আটক করা হয়। আলামত হিসেবে এদের কাছ থেকে জুয়া খেলার পাঁচ সেট তাস ও নগদ ২০ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।