• ঢাকা, বাংলাদেশ
  • ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: পেন্টাগন

প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ৬:১১

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: পেন্টাগন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। এ ছাড়া, ইরানি হামলার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়ার বিষয়টি নিয়েও ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

অক্টোবরের শুরুতেই ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই হামলার জবাবে এখনো পাল্টা হামলা চালায়নি ইসরায়েল। ইরানে কীভাবে হামলা চালানো হবে, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও জানিয়েছেন সাবরিনা সিং। তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

আরও পড়ুনঃ  ফ্রান্স, ইউক্রেনের সঙ্গে বসে শান্তিচুক্তি তৈরি করবে ব্রিটেন, পরে আলোচনা ট্রাম্পের সঙ্গে: স্টার্মার

সাবরিনা সিং বলেন, ‘মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা অনবরত নিজেদের মধ্যে যোগাযোগ করছেন এবং কীভাবে ইসরায়েল (ইরানি হামলার) প্রতিক্রিয়া জানাতে পারে তা খুঁজে বের করার চেষ্টা করেন।’ এ সময় তিনি আরও বলেন, তবে তিনি অনুমানের বশে এ বিষয়ে আর কোনো কথা বলতে চান না।

পেন্টাগনের এই মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠী সম্ভাব্য আগ্রাসন কেমন হতে পারে সে বিষয়ে তিনি কোনো কথা বলতে পারেন না। তবে তিনি নিশ্চিত যে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো সুযোগ তালাশ করছে না।

আরও পড়ুনঃ  ফ্রান্স ও যুক্তরাজ্যের এক মাসের জন্য ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাব : ম্যাখোঁ

এদিকে, মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করতে গোপনে ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের দেশগুলো। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২-এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরাসরি এই আলোচনায় যুক্ত নয়। তবে ইসরায়েলকে এই আলোচনার বিষয়ে অবগত করা হয়েছে।

আরও পড়ুনঃ  পশ্চিমা বিশ্বকে বিভক্ত হতে দেওয়া যাবে না : ইতালির প্রধানমন্ত্রী

প্রতিবেদনে বলা হয়েছে, সব ফ্রন্টে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের অবস্থান কী, তা এখনো যুক্তরাষ্ট্রকে জানায়নি। তবে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আমরা বর্তমানে নির্ধারক অবস্থানে আছি, লিতানির (নদী) ওপার পর্যন্ত (হিজবুল্লাহ) সরে যাওয়া এবং সীমান্তের কাছাকাছি এলাকায় হিজবুল্লাহর সব সামরিক অবস্থান ভেঙে ফেলাসহ আমাদের শর্তে একটি যুদ্ধবিরতি হবে।’

সর্বশেষ সংবাদ

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৩:৪৭
কাবাডিতে একইদিনে হারের পর জয় বাংলাদেশের
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৩:৪৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675