• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে নদী দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত-৩ ৫টি মোটরসাইকেল ভাঙচুর

প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ১০:৫২

নাটোরে নদী দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত-৩ ৫টি মোটরসাইকেল ভাঙচুর

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় মদনডাঙ্গা নদী দখল নিয়ে নলডাঙা ও সিংড়া উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে এবং পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নাটোর সদর এলাকা থেকে কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঢাকঢোর বাজারে এলে তাদের নদী দখলকারী বলে মারধর করে স্থানীয়রা। এক পর্যায়ে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জানা যায়, ঢাকঢোর গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার নামে দীর্ঘদিন মদনডাঙ্গা নদী ভোগ দখল করে আসছিল সেখানকার লোকজন। নদীটির অবস্থান নলডাঙ্গা উপজেলায় হলেও বরাবরই ঢাকঢোর গ্রামবাসী ভোগদখল ও মাছ শিকার করে থাকে। কিন্তু গত ৪ অক্টোবর নলডাঙ্গা উপজেলার মদনডাঙ্গা গ্রামের জেলেরা সেটিকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এরপর থেকেই দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা যায়।

আরও পড়ুনঃ  ভাঙ্গা ওরিয়েন্ট ক্লাবের কমিটি গঠন

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার বলেন, সরকারি নদ-নদী, খাল-বিল দখল ও বিক্রির কোনো সুযোগ নেই। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিংড়া থানার ওসি মো. আসমাউল হক বলেন, সরকারি নদীতে মৎস্য শিকার নিয়ে পার্শ্ববর্তী নলডাঙ্গা উপজেলার বাসিন্দাদের সঙ্গে সিংড়া এলাকার বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আরও পড়ুনঃ  বৈষম্যহীনভাবে সামর্থ্য অনুসারে কর নির্ধারণ করতে হবে-এনবিআর চেয়ারম্যান

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক বলেন, সংঘর্ষের খবর জানতে পেরে নলডাঙ্গার সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়েছিলাম। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675