অনলাইন ডেস্ক : জুলাই বিপ্লবে বিরোধিতা ও শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করায় দেশব্যাপী আলোচিত-সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট (বরখাস্ত) তাপসী তাবাসসুম উর্মিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) অবাঞ্ছিত ও আজীবন নিষিদ্ধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
জানা যায়, উর্মি শাবিপ্রবি থেকে থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে পড়ালেখা শেষ করে ২০২২ সালে সরকারি চাকরিতে ঢুকেন। এছাড়াও তিনি শাবিপ্রবির বিতর্কিত শিক্ষক ও লেখক অধ্যাপক জাফর ইকবালের সঙ্গী ছিলেন। গণজাগরণ মঞ্চেও তিনি নেতৃত্ব দিয়েছেন।
শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার সনদ বাতিলের দাবি জানিয়েছে। দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সু-বিচারের দাবি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তারা মনে করে, জুলাই বিপ্লব অস্বীকার ও শহিদদের নিয়ে কটূক্তি রাষ্ট্রদ্রোহের শামিল।
উল্লেখ্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট (বরখাস্ত) উর্মি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে এবং ছাত্র-আন্দোলনে নিহত আবু সাইদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়। এরপর থেকেই সারাদেশে আলোচিত-সমালোচিত হন তিনি। চাকরি থেকেও সাময়িক বরখাস্ত হন।