স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৬২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চারঘাটের ইউসুফপুর এলাকায় এ অভিযান চালায়।
গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর কাটাখালী থানার বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকার রাজিব আলী (৩৮) ও মাসকাটাদীঘি এলাকার আলাউদ্দিন মণ্ডল ওরফে আলাল (৫৫)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, রাতে তিনজন ব্যক্তি বাট্যারিচালিত ভ্যান গাড়িতে করে তিনটি বস্তায় ফেনসিডিল নিয়ে আসছিলেন। এ সময় র্যাব সদস্যরা অভিযানে গেলে একজন কৌশলে পালিয়ে যান। অন্য দুজন ফেনসিডিলসহ র্যাবের হাতে ধরা পড়েন। এ ব্যাপারে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।