• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দেশে দুর্ভিক্ষ হবে না: ড. আতিউর রহমান

প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ৭:২৮

দেশে দুর্ভিক্ষ হবে না: ড. আতিউর রহমান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আর কখনও দুর্ভিক্ষ হবে না বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। তিনি বলেছেন, ‘এখন গ্রামের আয়-রোজগার বেড়েছে। কৃষিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। সুতরাং বলায় যায়, বাংলাদেশে আর কখনও দুর্ভিক্ষ হবে না।’

শুক্রবার বেলা ১১টায় রাজশাহী সিটি করপোরেশন আয়োজিত এক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। নগর ভবনের গ্রিন প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড. আতিউর রহমানকেও গুণিজন সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী বারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সবাই নির্বাচিত

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন নিয়ে অনেকেই মন্তব্য করছেন। আমি শুধু এইটুকু বলে যেতে চাই, বাংলাদেশ আর কোনদিন দুর্ভিক্ষ হবে না।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের ২৭৩ ডলার মাথাপিঁছু আয় রেখে গিয়েছিলেন। এখন তা অনেক বেড়েছে। বঙ্গবন্ধু যে ধরনের বাংলাদেশ চেয়েছিলেন, সেই ধরনের কাজ করে যাচ্ছেন তাঁর কন্যা শেখ হাসিনা। রাজশাহী এসেও সে উন্নয়ন দেখতে পাচ্ছি।’

আরও পড়ুনঃ  রমজানে পণ্যের সংকট হবে না-বিভাগীয় কমিশনার

রাজশাহী সবুজ নগরী উল্লেখ করে তিনি বলেন, ‘রাজশাহীর সবুজ বিবর্তন হয়েছে, সেটি আমি দেখতে চেয়েছিলাম। সেটি আমি পেয়েছি। কী করে একটি নগর সবুজ ও জীবন্ত হয়ে উঠছে! আমরা এই রকম আর একটি নগর গড়ে তুলতে পারছি না। নগরগুলো ঢাকাকে অনুকরণ করছে, কিন্তু রাজশাহী ব্যতিক্রম। এখানে একটা সবুজ নগর গড়ে উঠেছে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে দেশের ছয়জন গুণি ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675