• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আদালত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার, ৭ পুলিশকে অব্যাহতি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ৮:৩২

আদালত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার, ৭ পুলিশকে অব্যাহতি

অনলাইন ডেস্ক : খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে পালানো আসামি হৃদয় সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পালানোর ৩ ঘণ্টার মাথায় দুপুর ২টায় বাগেরহাট জেলার ফকিরহাট চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আদালত চত্বর থেকে আসামি পালানোর ঘটনায় কোর্ট পুলিশের এসআই কৃপা সিন্দুসহ ৭ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে আসামি হৃদয় সরদার দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  আঞ্চলিক ভাষা ব্যবহার না করলে তা বিলুপ্ত হবে : বিভাগীয় কমিশনার

পুলিশ জানায়, ২০২৩ সালের একটি চুরির মামলায় গত ১০ জুলাই দৌলতপুর থানার পুলিশ পাবলা দত্ত বাড়ি থেকে হৃদয় সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বৃহস্পতিবার কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাকে খুলনা মেট্রোপলিটন হাকিম আদালত চত্বরে নেওয়ার পথে বেলা ১১টার দিকে সে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশকে সতর্ক করে নিরাপত্তা জোরদার ও চেক পোস্ট বসানো হয়। বাগেরহাটের দিকে বাসে পালানোর সময় দুপুর ২টার দিকে ফকিরহাট চেকপোস্টে পুলিশ হৃদয়কে আটক করে।

আরও পড়ুনঃ  আজহারীর মাহফিলে মোবাইল হারানোর ১৩ জিডি, গয়না চুরির চেষ্টায় ৮ নারী আটক

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, আদালত চত্বর থেকে পালানোর পর বিভিন্ন স্থানে আসামি হৃদয়ের ছবি পাঠিয়ে চেকপোস্ট বসানো হয়। পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকির মাধ্যমে ফকিরহাট চেকপোস্ট থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের নাম হৃদয় বলেছে। ছবির সঙ্গেও তার মিল রয়েছে। তবে পালিয়ে সে চুলের কাটিং পরিবর্তন করেছে। তাকে আমাদের টিম আনতে গেছে। আনার পর যাচাই-বাছাই করা হবে। তবে সেই হৃদয় বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।

আরও পড়ুনঃ  পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে ১ কিমি টেনে নিয়ে গেলেন চালক

তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলার কারণে আদালতে ৭ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরমধ্যে এসআই কৃপা সিন্দুসহ পাঁচজন এসআই এবং দুই পুলিশ কনস্টেবল রয়েছে। -ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675