• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি হাসনাত আবদুল্লাহর

প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ৮:৪১

ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি হাসনাত আবদুল্লাহর

অনলাইন ডেস্ক : পড়াশোনা শেষে ইন্টার্নশিপ চালিয়ে যাওয়া চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘২০০তম মেডিকেল ক্যাম্প উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, ইন্টার্ন চিকিৎসকদের নামে মাত্র ভাতা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় তাদের পড়াশোনা ও পরিশ্রম অনেক বেশি। অথচ, তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না। তাদের ভাতা বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুনঃ  নির্বাচনী আচরণবিধি মানতে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারপত্র চান সিইসি

এ সময় আন্দোলনের সময় অনেক ডাক্তার সেবা দেয়নি জানিয়ে তিনি বলেন, আন্দোলনে থাকা অনেকের নাম-পরিচয় পুলিশকে দিয়েছে অনেক ডাক্তার। রাজনৈতিক পরিচয়ের কারণেই তারা এমনটা করেছিল। আমার মনে হয়, ডাক্তারদের রাজনৈতিক পরিচয় না থাকাই ভালো।

আরও পড়ুনঃ  রমজান শুরু কবে, কোন অঞ্চলে কখন দেখা যাবে চাঁদ

আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, স্বাস্থ্য খাতের বাজেট কম হওয়ায় এই খাতের অবস্থা বেশ শোচনীয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মালেক এই খাতকে ধ্বংস করে দিয়েছেন। ফলে এখন অনেক দরিদ্র মানুষ সঠিক সেবা পায় না।

সরকার এখনও মানুষকে খুশি করতে পারেনি জানিয়ে তিনি বলেন, যারা জীবন দিয়েছে বা আহত হয়েছে তাদের পরিবারের অবস্থা ঠিক করতে বা চিকিৎসা করাতে আমরা সফল হইনি। আশা করি, সরকার অন্যান্য সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মানুষের আশা পূর্ণ করবে।

আরও পড়ুনঃ  শারজাহ’র ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা চুক্তি ঢাকা চেম্বারের

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, স্বাস্থ্য কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, সদস্য সচিব তারেক রেজাসহ অনেকেই উপস্থিত ছিলেন।-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675