• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ৬:১৭

নাটোরে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : চেয়ারম্যান আইয়ুব আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁদাবাজি ও জেরপূর্বক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগে দায়ের করা মামলায় আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন।

গ্রেপ্তার আইয়ুব আলী নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

মামলার বাদী ফিরোজ আলী বলেন, চেয়ারম্যান আইয়ুব আলী ও তার কয়েকজন অনুগতদের মাধ্যমে ২০২৩ সালের জুলাই মাসে তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না পেয়ে বিদ্যালয়ের ১৩ শতক জায়গা অবৈধভাবে দখলে নিয়ে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখেন। পরিস্থিতির কারণে সেসময় তাদের বিরুদ্ধে মামলা করতে না পারলেও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষে কাঁটাতারের বেড়াটি উচ্ছেদ হলেও তার কাছে চাঁদার টাকা দাবি করা হচ্ছিল। বর্তমানে দেশে মামলা করার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আদালতে মামলা দায়ের করি।

আরও পড়ুনঃ  ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

তবে অভিযুক্ত চেয়ারম্যান আইয়ুব আলীর ভাই নজরুল ইসলাম জানান, এ মামলায় আ.লীগের আরও ১১ জনকে আসামি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, চেয়ারম্যান আইয়ুব আলী ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের তালিকা সংশোধনের জন্য কম্পিউটারে কাজ করছিলেন। বেলা ৫টার দিকে ওসি তদন্ত এসে ওসির সালাম দিয়ে থানায় চায়ের আমন্ত্রণ জানান। থানায় যাওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে উচ্ছ্বাসে পরিপূর্ণ ইদ আনন্দ

গুরুদাসপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার জানান, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার গুরুদাসপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন ফিরোজ আলী। শুক্রবার গুরুদাসপুর থানায় ওই মামলাটি রেকর্ড করে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675