• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটকে অভিষেক হলো মেহজাবীনের বোন মালাইকার

প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ৮:২৭

নাটকে অভিষেক হলো মেহজাবীনের বোন মালাইকার

অনলাইন ডেস্ক : দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথেই হাঁটলেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। প্রথমবারের মতো ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

যেখানে তার বিপরীতে থাকবেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে নাটকের শুটিং শুরু হয়েছে। নাটকটির বিশেষ আকর্ষণ হলো, গল্পটি তৈরি হয়েছে মেহজাবীন চৌধুরীর ভাবনা থেকেই।

আরও পড়ুনঃ  টক্সিসিটি নিতে পারিনি বলেই ছেড়ে এসেছিলাম: শ্রাবন্তী

প্রথমবারের মতো নাটকে কাজ করে উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করতে খুব ভালো লাগছে। বোনের গল্প এবং রাজ ভাইয়ার পরিচালনায় কাজ করতে পেরে আমি আনন্দিত। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহায়তা করছেন। দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় আছি।’

আরও পড়ুনঃ  নায়কের সঙ্গে ঘনিষ্ঠ রেখা, হঠাৎই বন্দুক নিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি

মালাইকাকে নিয়ে কাজ করার প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘শুধু মেহজাবীনের বোন হওয়ার কারণে তাকে সুযোগ দিইনি। মেহজাবীনের গল্পে এমন একটি চরিত্রের প্রয়োজন ছিল, যেখানে নতুন কাউকে মানাবে। সেই বিবেচনায় মালাইকার কথাই প্রথমে মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা রয়েছে, আর শুটিংয়ে সে দারুণ মনোযোগী। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে পারবে।’

আরও পড়ুনঃ  প্রেম, বিয়ে থেকে মন উঠে গেছে : অহনা রহমান

মালাইকা এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশের বিজ্ঞাপনে তাকে দেখা যায়।

সে সময় ত্বকের রং ফর্সাকারী ক্রিমের ওই বিজ্ঞাপনচিত্র শেয়ার করে বোনের উদ্দেশে মেহজাবীন লেখেন, ‘মালাইকা চৌধুরী, তোমার অভিষেক হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।’

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫ ২:২৩
বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫ ২:২৩
ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে চায় চীন
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫ ২:২৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675