• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সমাজসেবার কোনো ভাতা বন্ধহয়নি: বিভাগীয় কমিশনার

প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ৫:২১

সমাজসেবার কোনো ভাতা বন্ধহয়নি: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতাবন্ধ হওয়ার সংবাদ গুজব। সমাজসেবার কোনো ভাতা বন্ধহয়নি। যথাযথ ব্যক্তি যেন ভাতা পায়তা নিশ্চিত করতে হবে।

সোমবার রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রকল্প সংশ্লিষ্টদের উদ্দেশ্যেহুমায়ূন কবীর বলেন, প্রকল্পের নকশা তৈরির সময়সচেতন থাকতে হবে, নকশায় যেন ভুল না হয়। প্রকল্প নিয়মিত পরিদর্শন করতে হবে,পণ্যেরগুণগত মান যাচাই করতে হবে, টেন্ডার যথাযথ করতে হবে। তিনি স্থানীয় লোকজনের নিয়ে প্রকল্পের অংশীজন পরামর্শ সভা করার আহবান জানান।

আরও পড়ুনঃ  আরএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানোর বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, আইনের আশ্রয় নিতে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। বেআইনি প্রক্রিয়ায় কোনো পদত্যাগ হবে না। এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আরবি বিশ্ববিদ্যালয়ের পরিপত্র অনুসরণ করতে হবে। এইচএসসির ফলাফল মূল্যায়নে যাদের অসন্তুষ্টি আছে তাদের অনলাইনে, এমনকি সাদাকাগজেও আবেদনের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট

সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সাস্প্রতিক বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রবণতা কিছুটা বেড়েছে, এটা আরো দুইমাস থাকতে পারে। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা প্রদান প্রসঙ্গে জানানো হয়, এ বছর যারা টিকামিস করবে তারা আর এটা নিতে পারবে না।কারণপরে এটা আর সরকারিভাবে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  বাঘায় খাঁনপুর (জে পি) উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান

ভূমি অধিগ্রহণ দ্রুততম সময়ে সম্পন্ন করা, কোনো অজুহাতে যেন চাঁদাবাজি বা মজুতদারি কেউ করতে না পারে সেজন্য মনিটরিং, বাজার মনিটরিং-এ সমন্বিতভাবে কাজ করা, সরকারি উদ্যোগে স্থানীয় পর্যায়ে হিমাগার স্থাপন, অবৈধ স্থাপনাতে কোনো ধরনের ইউটিলিটিসার্ভিস না দেওয়া- এমন অনেক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয় বিভাগীয় উন্নয়ন সমন্বয়সভাতে।

বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ সশরীরে এবং জেলা প্রশাসকগণঅনলাইনেএ সভায় যুক্ত ছিলেন।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675