• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন ক্যাটরিনার

প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ১০:৪৩

স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন ক্যাটরিনার

অনলাইন ডেস্ক : রোববার (২০ অক্টোবর) ভারতজুড়ে উদযাপিত হলো করওয়া চৌথ। স্বামীর মঙ্গলকামনায় উপস রাখলেন (না খেয়ে থাকা) বিবাহিত মহিলারা। সামিল হলেন উদযাপনে।

বাদ যাননি বলিউড তারকারাও। এদিন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেককেই করওয়া চৌথ পালন করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে, ক্যাটরিনাকে তাদের পরিবারের করওয়া চৌথ পালনের বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে। সেখানে কোথাও তাকে শাশুড়ি আশীর্বাদ করছেন। কোথাও তারা গোটা পরিবার অর্থাৎ তিনি, ভিকি কৌশল এবং অভিনেতার বাবা মা এক ফ্রেমে ধরা দিয়েছেন।

আরও পড়ুনঃ  ‘দাবিড়ি দিবিড়ি’ অতীত! ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী

অভিনেত্রী বাদ দেননি তার এবং শাশুড়ির মিষ্টি সম্পর্কের নানা মুহূর্ত তুলে ধরার পাশাপাশি, নিজের বেশ কিছু সিঙ্গেল ছবি পোস্ট করতে। এছাড়া একটি ছবিতে দেবর সানি কৌশল এবং তার বোন ইসাবেল কাইফেরও দেখা মিলেছে।

আরও পড়ুনঃ  বিতর্কের মাঝে গুরুতর অভিযোগ নেহার বিরুদ্ধে

এই ছবিগুলো পোস্ট করে ক্যাটরিনা লেখেন, ‘শুভ করওয়া চৌথ।’ ভক্তরাও তার পোস্টে বিভিন্ন মন্তব্য করেছেন। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী লেখেন, ‘তুমি সারা জীবনের জন্য জিতে গেছো।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘ভিকি ভাগ্যবান, নাকি আপনি ঠিক বুঝতে পারি না। সুন্দর পরিবার, এমনি থাকুন।’

আরও পড়ুনঃ  রেস্টুরেন্টে খেতে গেলেও ব্যাগে যে খাবার নিয়ে যান সুস্মিতা সেন

এছাড়াও স্বামী নিক জোনাসের জন্য ব্রত রাখলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এদিন করওয়া চৌথ পালনের একাধিক ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যাচ্ছে নিকের হাত থেকে জল খাচ্ছেন তিনি। উপোস ভাঙছেন নিয়ম মেনেই।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675