ঢাকা বিকাল ৩:১৪। মঙ্গলবার ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

‘হাওয়া’ চলবে না ভেবেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন

Somoyer Kotha
নভেম্বর ২৪, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মুক্তির আগেই দর্শকদের দোলা দেয় নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘হাওয়া’। মুক্তির পর ছবিটি ব্যবসা সফলও হয়। তবে নির্মাণের পরও এই ছবির নির্মাতা ভেবেছিলেন, দর্শক ছবিটি দেখবে না। নিজের মুখেই সে কথা বলেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলচ্চিত্রবিষয়ক গবেষণা পত্রিকা ‘ম্যাজিক লণ্ঠন’ এর ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ১০’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ অ্যাকাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে ‘সাম্প্রতিক চলচ্চিত্র প্রবণতাতে ‘হাওয়া’র গড়ে ওঠা/নির্মাণ’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন তিনি।

মেজবাউর রহমান সুমন বলেন, ‘এই ছবিটা দর্শক দেখবে না বলেই মনে হয়েছিল। এর পেছনে অনেক কারণও আছে। এরমধ্যে এই সিনেমায় নাচগান নেই, অ্যাকশন নেই- অনেক কিছুই নেই। তবে এটা গণমানুষের গল্পের ছবি বলে দর্শকেরা দেখেছে। এখন একটা সিনেমাই কিন্তু ইন্ড্রাস্ট্রির পরিবর্তন করতে পারে না। দর্শকদের রুচির পরিবর্তন করতে গেলে একটা লম্বা যাত্রা দরকার। সাহস নিয়ে নির্মাতাদের সেই যাত্রাটা শুরু করতে হবে।’

সুমন জানান, ‘সিনেমাটার গল্পটা পাঁচ বছর আগেই করা হয়েছিল। তারপর সাগরে গিয়ে সেখানকার জেলেদের জীবনযাত্রা দেখেছি। সিনেমার প্রতিটি চরিত্র, অভিনয়, সংলাপ, শব্দ, গালি- যা কিছু আছে সবই একেবারে জীবন থেকে নেওয়া। জেলেদের সাথে মিশতে মিশতে যা পেয়েছি, সবই লিখে রেখেছি। সেগুলো সিনেমায় এসেছে। আমরা এই সিনেমায় নিজেরা কিছু করতে চাইনি। অনেক ধার করা জিনিসের গল্প এই ‘হাওয়া’।’

আলোচিত এই নির্মাতা জানান, সিনেমার শুটিং হয়েছে গোপনে। তারা কাউকে জানতেই দেননি। কিন্তু শুটিং চলাকালে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এ ইউনিট আটকা পড়লে সাংবাদিকরা জেনে যান। তখন কিছু নিউজ হয়ে যায়। এরপর আর কোন নিউজ হতে দেননি মুক্তির আগে। তারা দর্শকদের একটা চমক দিতে চেয়েছিলেন। এই চমকই দর্শকদের হলে টেনেছে।’

দীর্ঘ বক্তব্য শেষে মেজবাউর রহমান সুমন অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্রপ্রেমীদের নানা প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে ‘হাওয়া’র প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাসও উপস্থিত হয়েছিলেন। শুভেচ্ছা বক্তব্য দেন ম্যাজিক লণ্ঠনের সহকারী সম্পাদক সোহাগ আব্দুল্লাহ। এ সময় ম্যাজিক লণ্ঠনের সম্পাদক কাজী মামুন হায়দারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০