• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

২৮ মিনিটেই ভারতের জালে বাংলাদেশের ২ গোল

প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ৮:১৫

২৮ মিনিটেই ভারতের জালে বাংলাদেশের ২ গোল

অনলাইন ডেস্ক : নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেই রূপে দেখা যায়নি সাবিনা খাতুনদের। গত দুই দিন খেলোয়াড়-কোচ দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় আজকের ম্যাচের পারফরম্যান্স নিয়ে বেশ আশঙ্কা ছিল। তবে ভারতের বিপক্ষে ঠিকই দুর্দান্ত রূপে দেখা দিল বাংলাদেশ। ম্যাচের ২৮ মিনিটের মধ্যে বাংলাদেশের মেয়েরা দুই গোলের লিড নিয়েছে।

আরও পড়ুনঃ  কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান

১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিকমতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা ব্লক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোললাইন অতিক্রম করে। গোল উৎসবে মাতে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

গোলের পর বাংলাদেশ আরও সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণও করে অল্প সময়ের ব্যবধানে। ২৮ মিনিটে ভারতের এক ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। তিনি বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। তার সঙ্গে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা খাতুনের গায়ে লেগে বল জালে জড়ায়।

আরও পড়ুনঃ  ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৫-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে। পরের ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ড্র হওয়ায় ভারত সবার আগে সেমিতে ওঠে। সেমিতে খেলতে হলে ড্র প্রয়োজন ছিল বাংলাদেশের। ইতোমধ্যে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে আছে। তারা আজ ভারতকে হারালে গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল খেলবে।

সর্বশেষ সংবাদ

চাকরিচ্যুতদের পুনর্বহাল-বকেয়া বেতন পরিশোধের দাবি
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675